Kashmir:পাঠানকোট যাচ্ছে আটক BSF জওয়ানের স্ত্রী।সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা BSF- এর ডিজির
ABP Ananda LIVE : সকলে পাক রেঞ্জার্স কোনও জবাব না দিলেও, দুপুরে হল ফ্ল্যাগ মিটিং। তবে পাকিস্তানের তরফে এখনও ইতিবাচক কোনও সাড়া মেলেনি। ঘরে ফেরেননি পাকিস্তানের হাতে আটক বাঙালি বিএসএফ জওয়ান রিষড়ার পুনমকুমার সাউ। ছেলের পথ চেয়ে বাবা-মা। স্বামীর অপেক্ষাক রাত জাগছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। পিকে সাউকে ফিরিয়ে আনতে এবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা BSF- এর ডিজির।
Siuri News: ব্লক অফিস কার দখলে থাকবে, তা নিয়ে সিউড়িতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
ব্লক অফিস কার দখলে থাকবে, তা নিয়ে সিউড়িতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। কাজল শেখ অনুগামী তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে সরাসরি ঝামেলায় জড়ালেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কার্যকরী ব্লক সভাপতি। ইট ছোড়াছুড়ি থেকে একে অপরকে ধাওয়া, বাদ গেল না কিছুই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করতে হল পুলিশকে। পাকড়াও দু'পক্ষের বেশ কয়েকজন। গোটা ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ করেছে বিজেপি।

















