Pahalgam Incident : পহেলগাঁও হামলার বদলা। ৩দিনে বিস্ফোরণে ধূলিসাৎ ৯ জঙ্গির বাড়ি
ABP Ananda LIVE : পহেলগাঁওয়ে জঙ্গি হানা, অলআউট অ্যাকশনে ভারত। কাশ্মীরে ধূলিসাৎ জঙ্গিদের বাড়ি। শক্তি প্রদর্শন নৌসেনার। ফের নাম না করে পাকিস্তানকে কড়া জবাবের হুঁশিয়ারি নরেন্দ্র মোদির। পহেলগাঁও হামলার বদলা। ৩দিনে বিস্ফোরণে ধূলিসাৎ ৯ জঙ্গির বাড়ি। কুপওয়াড়া থেকে কুলগাম, পুলওয়ামা থেকে অনন্তনাগ। ১৪ জন স্থানীয় জঙ্গির নাম প্রকাশ করে অভিযান। পহেলগাঁওকাণ্ডে অধরা জঙ্গিরা। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে জমমুর বাস স্ট্যান্ড লাগোয়া হোটেলে হানা। অবন্তীপুরায় নাকা তল্লাশি।
Pahalgam Incident Update: ৩ দিনে ২ বার, ফের নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, যা বলছে বিরোধীরা...
৩ দিনে ২ বার। বিহারের সভার পর এবার মন কি বাত-এ...। পহেলগাঁওকাণ্ডে ফের নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী।
ভূস্বর্গ কাশ্মীরে মঙ্গলবারের ভয়ঙ্কর হত্যালীলার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ। ভয়াবহ জঙ্গি হামলা কেড়ে নিয়েছে ২৬টা প্রাণ। বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হিন্দু পর্যটকদের। পাকিস্তানি জঙ্গিদের এই কাপুরুষোচিত হামলার প্রত্য়াঘাত চাইছে গোটা দেশ। রীতিমতো যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে তিন বাহিনীর সেনাও। এই পরিস্থিতিতে রবিবার মন কি বাত অনুষ্ঠানে জঙ্গি ও তাদের মদতদাতাদের কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "পহেলগাঁওয়ে ওই হামলা, যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে তাদের হতাশা, কাপুরুষতাকে প্রকাশ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয়র পাশে রয়েছে গোটা বিশ্ব। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আবার আশ্বাস দিচ্ছি, তারা ন্যায়বিচার পাবে। ন্যায় মিলবেই। এই হামলায় দোষী ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে।"


















