Pahalgam Incident: 'স্বামীকে মারলে, আমাকে ছাড়ছো কেন, বলল, মোদিকে গিয়ে বলবে', বললেন নিহতের স্ত্রী
ABP Ananda Live: যা মোদিকে গিয়ে বল! কর্ণাটকের শিবমোগার বাসিন্দা মঞ্জুনাথ রাওকে নৃশংসভাবে খুনের পর তাঁর স্ত্রী পল্লবী রাওয়ের উদ্দেশে ঠিক এই কথাটাই বলে হামলাকারী জঙ্গিরা। পল্লবী রাওয়ের মতো কার্যত একই অভিজ্ঞতা হয়েছে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহর পরিবারেরও। তাঁর এক প্রতিবেশীর দাবি, গুলি করার আগে প্রশ্ন করা হয়েছিল - আপনি কি মোদির লোক? পহেলগাঁও হামলার পর প্রশ্ন উঠছে, কীভাবে প্রত্য়াঘাত করবে ভারত? রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের প্রত্যেক নাগরিক এই কাপুরুষের মত হামলার বিরুদ্ধে একজোট। পর্দার পিছনে যারা আছে, দ্রুত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা বিতান-সমীর, বুধবার রাতেই সম্পন্ন হল শেষকৃত্য
চোখের সামনেই জঙ্গিরা গুলি করে মেরেছে স্বামীকে। সেই ভয়ঙ্কর দৃশ্য যেন এখনও তাড়া করে বেড়াচ্ছে। একরাশ আতঙ্ক আর স্বামীর কফিনবন্দি নিথর দেহ নিয়ে বুধবার কলকাতায় ফিরলেন সোহিনী অধিকারী, শবরী গুহরা। বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। দেশে ফিরে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরে। সেখানেই সাড়ে তিন বছরের ছেলে আর স্ত্রীর চোখের সামনে জঙ্গিরা খুন করে বিতান অধিকারীকে। বুধবার বিতানের মৃতদেহ নিয়ে কলকাতায় ফেরেন তাঁর স্ত্রী। বিমানবন্দরে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালরা। নিহত বিতান অধিকারীর পরিবারকে সাহায্যের আশ্বাসও দেন বিরোধী দলনেতা। এয়ারপোর্ট থেকে বিতান অধিকারীর মৃতদেহ সঙ্গে নিয়ে বৈষ্ণবঘাটার বাড়িতে পৌঁছন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। হাজির ছিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সিপিএম নেতা সুজন চক্রবর্তীরা।


















