Kasmir Incident: কাশ্মীরে জঙ্গি হামলার নিহত বাংলার ৩, প্রাণগেল পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জনের
Kashmir News: পেশায় গোয়েন্দা অফিসার (আইবি) মণীশকে তাঁর স্ত্রী, পুত্রের সামনেই গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। ছুটিতে পরিবারকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন মণীশ।
বৈসরণ, 'মিনি সুইৎজারল্যান্ড'... কাশ্মীর বেড়াতে গেলে ভূ-স্বর্গের এই ট্যুরিস্ট স্পট সচরাচর 'মিস' করেন না কোনও পর্যটকই। ২২ এপ্রিলও ছিল তেমনই একটা দিন। নৈস্বর্গিক সৌন্দর্য্য উপভোগ করতে গিয়েছিলেন সাধারণ মানুষরা। আর সেই আমআদমির উপরেই গুলিবৃষ্টি করল জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে 'টার্গেট' করা হল পর্যটকদের। পহেলগাঁওয়ের এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জনের। হায়দরাবাদে কর্মরত ছিলেন তিনি। পেশায় গোয়েন্দা অফিসার (আইবি) মণীশকে তাঁর স্ত্রী, পুত্রের সামনেই গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। ছুটিতে পরিবারকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন মণীশ। আর সেটাই কাল হল তাঁর। ভূ-স্বর্গে বেড়াতে যাওয়ার খেসারত দিতে হল নিজের প্রাণের বিনিময়ে। আর তাঁর স্ত্রী-পুত্রের মনে-মাথায় সারাজীবনের জন্য ছাপ রেখে যাব ২০২৫ সালের ২২ এপ্রিল। যতদিন, যতবার, যেভাবেই এই দিনটার কথা মনে পড়বে শিউরে উঠবেন তাঁরা। কাশ্মীরে গিয়ে প্রকৃতির অপূর্ব রূপ দেখার বদলে আজীবনের ক্ষত নিয়ে ফিরতে হবে তাঁদের।


















