Kashmir News: কাশ্মীরে ওয়াটার স্ট্রাইকের ট্রেলার দেখাল ভারত, শুকনো হয়ে যায় চন্দ্রভাগার নদীখাত
ABP Ananda Live: কাশ্মীরে ওয়াটার স্ট্রাইকের ট্রেলার দেখাল ভারত! বাঁধ সারাই করবে বলে বাগলিহারে জল বন্ধ করে দেয় ভারত । সকাল থেকে চন্দ্রভাগার নদীখাত শুকনো হয়ে যায়। ভরা নদীখাতের গভীরতা কিছুক্ষণের মধ্যেই কমে হাঁটুজল হয়ে যায় । চন্দ্রভাগা নদীর উপর প্রবলভাবে নির্ভরশীল পাকিস্তানের শিয়ালকোট । জল না পেলে শিয়ালকোটের কী অবস্থা হবে, তা বোঝাল ভারতের ওয়াটার-ট্যাকটিক্স! । বাঁধ সারাইয়ের পর ধীরে ধীরে জল ছাড়া শুরু হয়েছে । চন্দ্রভাগা নদীর জলস্তর ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। জম্মু কাশ্মীরে বিভিন্ন LOC পয়েন্টে বাড়ছে বাহিনী। জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি। উড়ছে ড্রোন। আতঙ্কে পাকিস্তান। আজ পাক সংসদে বিশেষ অধিবেশনের ডাক। সীমান্তে লাগাতার উস্কানি পাকিস্তানের । টানা ১০ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । রাতের অন্ধকার বারবার গুলিবর্ষণ পাক সেনার । ভারতীয় সেনা ক্যাম্পে লক্ষ্য করে গুলি পাক সেনার । কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, সেক্টরে লক্ষ্য করে গুলি পাক সেনার । সীমান্তে একাধিক সেক্টরে চলল গুলি । পাল্টা পাক সেনাকে প্রত্যাঘাত ভারতের।

















