KMC News: ৬৬টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া, SAE নিয়োগ মামলায় নির্দেশ আদালতের
ABP Ananda Live: 'কোনও নিয়োগ, কোনও ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই' 'ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে বলেছে যে ৬৬ টি সম্প্রদায়কে নিয়ে ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনে কাজ করুন'। পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি কৌশিক চন্দের। পুরসভার সাব- অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে আজই, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের। কলকাতা হাইকোর্টের নির্দেশমতো ৬৬ টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে নিয়োগপ্রক্রিয়া, নির্দেশ আদালতের। 'শূন্যপদে নিয়োগের অনুমতি চেয়ে আজই রাজ্যের কাছে আবেদন জানাবে কলকাতা পুরসভা'। পুরসভার কমিশনারের বক্তব্যের প্রেক্ষিতে নির্দেশ আদালতের ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে রাজ্য, তারপর বাকি নিয়ম মেনে চলবে নিয়োগ,- নির্দেশ আদালতের। ৭৮ টি শূন্যপদে হবে নিয়োগ। ডিভিশন বেঞ্চের নির্দেশ না মানা নিয়ে একে অপরকে দোষারোপ করছে পুরসভা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, মন্তব্য আদালতের আদালতের নির্দেশ অনুযায়ী ভার্চুয়ালি হাজিরা দেন কলকাতা পুরসভার কমিশনার, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান

















