Auto Service Disrupted: রুট-বিবাদের জেরে এয়ারপোর্ট ১ নম্বর থেকে বন্ধ অটো
রুট নিয়ে বিবাদ। বিবাদের জেরে এয়ারপোর্ট ১ নম্বর থেকে বন্ধ রয়েছে অটো চলাচল (Auto Service)। এয়ারপোর্ট (Airport) ১ নম্বর থেকে বাগুইআটি পর্যন্ত বন্ধ অটো চলাচল। সকাল ৭টা থেকে অটো বন্ধ থাকায় দুর্ভোগের সম্মুখীন হয়েছেন যাত্রীরা। এক অটোচালক জানান, “একটি নির্দিষ্ট রুটের মধ্যে গাড়িগুলি চলে। এয়ারপোর্ট ১ নম্বর থেকে বাগুইআটি পর্যন্ত যে রুট, সেখানে মোট ৬৬টি অটো চলাচল করে। বিগত ২০ বছর ধরে অটোগুলি চলছে। এতদিন কোনও সমস্যা ছিল না। কিন্তু লকডাউনের মধ্যে অন্য রুট তৈরি করে যাত্রী তোলা নিয়ে সমস্যা শুরু হয়েছে।“
এদিকে, জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে (Dhupguri) এক ব্যক্তির রহস্যমৃত্যু। পাটক্ষেত থেকে উদ্ধার মৃতদেহ। খুনের অভিযোগে গ্রেফতার ২। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affair) জেরে খুন (Murder) বলে অভিযোগ মৃতের পরিবারের।