BJP Rally: 'সিরিয়া আর নর্থ কোরিয়ার মতো পরিস্থিতি রয়েছে বাংলায়', বিজেপির র্যালি থেকে বললেন Jyotirmay Singh Mahato
শেষ মুহূর্তে পূর্বঘোষিত রুট বদল করা হলেও পুলিশের ব্যারিকেডের মুখে আটকে গেল বিজেপির পুরসভা অভিযান (BJP KMC Abhijaan)। পুলিশের অনুমতি না মিললেও ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে পুরসভা অভিযানে অনড় ছিল বিজেপি (BJP)। দিলীপ ঘোষ (Dilip Ghosh), সায়ন্তন বসু (Sayantan Basu), সৌমিত্র খাঁ (Soumitra Khan), অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-সহ দলের নেতা-নেত্রীদের উপস্থিত ছিলেন ওই প্রতিবাদ মিছিলে। দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, হিন্দ সিনেমার সামনে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়ার কথা ছিল বিক্ষোভ মিছিলের। কিন্তু, শেষ মুহূর্তে গণেশচন্দ্র অ্যাভিনিউ ধরে এগোতে থাকে বিজেপির মিছিল। কিন্তু তা সত্ত্বেও সেন্ট্রাল অ্যাভিনিউতেই আটকে যায় মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় অগ্নিমিত্রা পল, সায়ন্তন বসু সহ বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো বলেন, ‘আমাদের মিছিল শুরু হওয়ার আগেই তা আটকে দেওয়া হয়। প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। পশ্চিমবঙ্গে কোন গণতান্ত্রিক অধিকার নেই। সিরিয়া আর উত্তর কোরিয়ার মতো পরিস্থিতি রয়েছে বাংলায়।’