BJP Protest Rally: BJP র তুঙ্গে প্রস্তুতি পুলিশের
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) বিজেপির (BJP) পুরসভা অভিযান ঘিরে পুলিশি তৎপরতা চূড়ান্ত পর্যায়ে। সূত্রের খবর, প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করার কথা বিজেপির নেতা কর্মীদের। সেখান থেকে মিছিল করে যাওয়ার কথা কলকাতা পুরসভার (KMC) দিকে। তাই দুই জায়গাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সুবোধ মল্লিক স্কোয়ারে দায়িত্বে থাকবেন একজন যুগ্ম-কমিশনার, দু’জন অতিরিক্ত কমিশনার, তিনজন ডেপুটি কমিশনার। পাশাপাশি তৈরি রাখা হবে ক্যুইক রেসপন্স টিম, HRFS ও জল কামান। মিছিলের অফিসিয়াল রুট হল সুবোধ মল্লিক স্কোয়ারে হিন্দ সিনেমার সামনে থেকে কলকাতা কর্পোরেশন। সুবোধ মল্লিক স্কোয়ারে ইতিমধ্যেই পৌঁছে গেছে বিশাল পুলিশ বাহিনী। নিয়ন্ত্রণ করা হচ্ছে যানচলাচল। মিছিল যাতে ওই এলাকা থেকে বের হতে না পারে তাঁর জন্য কড়া ব্যবস্থা করা করা হয়েছে। রয়েছে মহিলা পুলিশও। আশেপাশের বাই লেনগুলিকে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়ার কাজ চলছে। মিছিল যাতে অন্যান্য পথ দিয়ে বেরিয়ে যেতে না পারে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।