Coal Smuggling Case: 'কী কী শারীরিক সমস্যা বিকাশ মিশ্রর?', হাসপাতালের কাছে জানতে চাইল CBI | Bangla News
হাসপাতালে ভর্তি বিকাশ মিশ্র (Vikash Mishra), আজ পেশ করা গেল না আদালতে। ‘হাসপাতাল ছাড়েনি বলে আদালতে পেশ করা যায়নি বিকাশ মিশ্রকে। গতকাল সন্ধে ৭টায় বিকাশ মিশ্রকে ছেড়ে দেন এক চিকিত্সক। তিন ঘণ্টা সিবিআইকে (CBI) দাঁড় করিয়ে রাখা হয়। গতকাল রাত ১০টা নাগাদ ফের ভর্তি করা হয় বিকাশকে। তিন ঘণ্টার মধ্যে কেন ফের ভর্তি, জানায়নি হাসপাতাল’, আসানসোল (Asansol) বিশেষ সিবিআই আদালতে জানাল সিবিআই। কয়লাকাণ্ডে গ্রেফতার বিকাশ মিশ্র অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন। ‘বিকাশকে গ্রেফতার করা সত্ত্বেও কেন হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না? বিকাশ মিশ্রর কী ধরনের চিকিত্সা চলছে? কী কী সমস্যা রয়েছে?’, হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চাইল সিবিআই। বিকাশ মিশ্রর বিভিন্ন টেস্টের রিপোর্টও চেয়ে পাঠাল সিবিআই।


















