এক্সপ্লোর
Corona: কোভিড সামলাতে ৫০০ বেড নিয়ে উত্তীর্ণ ভবনে সেফ হোম, থাকবে ১০টি অ্যাম্বুল্যান্সও
কলকাতায় প্রতিদিন করোনা (Corona) পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে বাড়ানো হচ্ছে বেডের সংখ্যা। আজ করোনা নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) তত্ত্বাবধানে পুর ও নগরোন্নয়ন দফতরে একটি বৈঠকের আয়োজন করা হয়ে। উত্তীর্ণ ভবনে (Uttirna Bhaban) ৫০০ বেডের সেফ হোম তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গীতাঞ্জলী স্টেডিয়ামেও তৈরি করা হচ্ছে সেফ হোম। ফিরহাদ হাকিম জানান, উত্তীর্ণ ভবনে করোনার প্রথম পর্যায়েই সেফ হোম তৈরি করার কথা ছিল। করোনার সংক্রমণ কমে যাওয়ায় তা আর করা হয়নি। দ্বিতীয় ঢেউ ভয়ংকর রূপ নেওয়ায় আবার নেওয়া হচ্ছে। এখানে ১০টি অ্যাম্বুল্যান্স থাকবে। খোলা হচ্ছে হেল্পলাইন নম্বরও।
কলকাতা
'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
আরও দেখুন


















