(Source: ECI/ABP News/ABP Majha)
Covid Medicine Theft: মেডিক্যালে 'উধাও' ১১ লক্ষ টাকার টসিলিজুমাব! নাম জড়াল শাসক ঘনিষ্ঠ চিকিৎসকের
কলকাতা (Kolkata) মেডিক্যাল কলেজ থেকে উধাও করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ, প্রায় ১১ লক্ষ টাকার ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন (Tocilizumab injection)! প্রভাব খাটিয়ে টসিলিজুমাব ইঞ্জেকশন হাতানোর অভিযোগে নাম জড়িয়েছে শাসক ঘনিষ্ঠ এক চিকিৎসকের! গতকাল সোশাল মিডিয়ায় ওয়েস্ট বেঙ্গল কংগ্রেস সাপোর্টার্স নামে একটি পেজ থেকে বেশ কিছু নথি আপলোড করে বিস্ফোরক এই অভিযোগ করা হয়। দাবি করা হয়, গত ২৪ এপ্রিল, কোভিড ওয়ার্ডের সিস্টার ইনচার্জের কাছ থেকে ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন নিয়ে যান শাসক ঘনিষ্ঠ এমার্জেন্সি মেডিক্যাল অফিসার। অভিযোগ, নিয়ম মেনে কোনও রসিদ দেওয়া হয়নি। পরে প্যাথলজি বিভাগের রোগীর নমুনা পরীক্ষার ফর্মে ভুয়ো প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগও উঠেছে। এই সংক্রান্ত কথোপথনের রেকর্ডও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বিষয়টি তদন্ত করে দেখছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবনও খতিয়ে দেখছে। অভিযুক্ত চিকিৎসকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।