Kunal on Dilip: 'কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না', দেবাঞ্জন নিয়ে দিলীপের বিস্ফোরক মন্তব্যের পাল্টা কুণাল
দেবাঞ্জন দেবকে (Debanjan Deb) নিয়ে ফেসবুকে চাঞ্চল্যকর পোস্ট দিলীপ ঘোষের (Dilip Ghosh)। সামাজিক মাধ্যমে বিজেপির (BJP) রাজ্য সভাপতি লেখেন, "দেবাঞ্জন দেব দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের (TMC IT Cell) আহ্বায়কের দায়িত্বে ছিলেন বলে খবর পেয়েছি। সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন তিনি। সর্বোচ্চ নেতারা জানতেন। তাঁরা জানতেন বলেই এতদিন তিনি এসব করতে পেরেছেন।"
পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদন কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "দিলীপ ঘোষ অবান্তর কথা বলছেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন পদাধিকারী অথবা সংগঠনের কোনও সম্পর্ক নেই। ওই ব্যক্তি বিভিন্ন পরিচয় দিয়ে প্রতারণা করেছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ছেন দিলীপ ঘোষ। সিবিআইয়ের (CBI) এফআইআরে নাম থাকা অভিযুক্তকে বিরোধী দলনেতা করেছে বিজেপি। তিনি ত্রিপল চুরিতেও অভিযুক্ত। সারদা মামলাতেও অভিযুক্ত রাজ্যের বিরোধী দলনেতা। গ্রেফতারি এড়ানোর জন্য তিনি বিজেপিতে গিয়েছেন। কাল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন কুণাল ঘোষ জেল খেটেছিলেন। যে অমিত শাহের (Amit Shah) বাড়ি থেকে বেরোনোর সময় নির্লজ্জ বেহায়া শুভেন্দু এই কথা বলেছেন সেই অমিত শাহ নিজে জেলে ছিলেন। জেল খাটা আসামীর বাড়ি থেকে বেরিয়ে এই কথা বলছেন শুভেন্দু। দেবাঞ্জনকে জড়িয়ে তৃণমূলকে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ক্ষমতা থাকলে আগে শুভেন্দু অধিকারীর গ্রেফতারির ব্যবস্থা করুন।"