Kunal on Dilip: 'সতর্কতামূলক বিধিনিষেধ আরোপের সঙ্গে উপনির্বাচনের কোনও সম্পর্ক নেই', দিলীপের পাল্টা কুণাল
বাস চালানো নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghohs) বলেন, "বাসের প্যাসেঞ্জার কোথা থেকে আসবে, যদি ট্রেন না চলে বা মেট্রো না চলে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপনির্বাচন চাইছেন। অথচ ট্রেন চলছে না। নিজের স্বার্থেই সব সিদ্ধান্ত নিচ্ছেন। সাধারণ মানুষের জীবন পদ্ধতিতে আয়ের উপায় কমে যাচ্ছে। সেই জন্য লোকাল ট্রেন যতক্ষণ না চলবে ততক্ষণ জীবন স্বাভাবিক হবে না। বাস চললে ট্রেনও চালাতে হবে।"
এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "উপনির্বাচনের সঙ্গে এই সতর্কতামূলক বিধিনিষেধের কোনও সম্পর্ক নেই। একসঙ্গে, এক কামরায়, একটি বাসে যে পরিমাণ ভিড় হবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সংক্রমণ যেখানে কমে আসছে তা হু হু করে বেড়ে যেতে পারে। উপনির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতা। সেক্ষেত্রে একটা জায়গায়, একটা বাসে, একটা কামরায় অনেক লোক নেওয়ার কোনও প্রশ্ন ওঠে না। দিলীপবাবুরা রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।"
১ জুলাই থেকে ৫০% যাত্রী নিয়ে চলবে সরকারি, বেসরকারি বাস (Bus), অটো (Auto), টোটো। আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন(Local Train), মেট্রো (Metro)। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় থাকছে কড়াকড়ি। করোনা (Corona) বিধি মেনে বৃহস্পতিবার থেকে দিনে সাত ঘণ্টার জন্য খুলছে সেলুন, পার্লার। জিম খোলা আট ঘণ্টা। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে বাজার। ১১ থেকে ৯ ঘণ্টা বাকি দোকান খোলায় অনুমতি।