Left Party Worker's Death: 'শহিদের মৃত্যুতে কটূক্তি করেছে, আমরা ক্ষতি চাইলে কি পুলিশ রক্ষা পেত?', মৌলালিতে ঘটনায় প্রতিক্রিয়া সৃজন ভট্টাচার্যের
মৌলালিতে পুলিশকর্মীকে মারধরের ঘটনায় মামলা রুজু পুলিশের। প্রায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু করল কলকাতা পুলিশ (Kolkata Police)। এসএফআই (SFI), ডিওয়াইএফআই (DYFI) নেতৃত্বের নাম রয়েছে মামলায়। নাম রয়েছে কয়েকজন বাম নেতারও। সরকারি কর্মীকে কাজে বাধা, মারধর সহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। প্রসঙ্গে SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) জানান, 'গতকাল সকালে একজন মারা গিয়েছেন। প্রতিটি ভিডিও দেখে এটা পরিষ্কার যে পুলিশের লাঠিচার্জেই এই ঘটনা ঘটেছে। পুলিশ শহিদের সম্বন্ধে কটূক্তি করেছে, আমরা যদি ক্ষতি করতে চাইতাম তাহলে তিনি রক্ষা পেতেন? আগে পুলিশকে দায় নিয়ে হবে কেন ওই পুলিশ ওরকম কাজ করলেন। কেউ প্ররোচনা দিতে পাঠিয়েছিলেন কি না, তা জানতে হবে।"

















