National Medical: ওয়ার্মারে বিভ্রাটে 'ঝলসে গেল' সদ্যোজাত! ন্যাশনাল মেডিক্যালে বিক্ষোভ পরিবারের
ওয়ার্মারে বিভ্রাট, ঝলসে গেল সদ্যোজাত? ন্যাশনাল মেডিক্যালের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। এসএনসিইউর ওয়ার্মারে বিভ্রাটে দুর্ঘটনার অভিযোগ। ১১ দিনের শিশু ঝলসে যাওয়ার অভিযোগ পরিবারের। সিক নিউবর্ন কেয়ার ইউনিটের সামনে বিক্ষোভ। ‘ওয়ার্মারে যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সদ্যোজাতের অবস্থা স্থিতিশীল’, ওয়ার্মার বিভ্রাট নিয়ে দাবি ন্যাশনাল মেডিক্যাল কর্তৃপক্ষের।
এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তদন্ত শুরু করল ইডি (ED)। আগামী সপ্তাহে দেবাঞ্জন দেবকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। ভুয়ো ভ্যাকসিনেশনকাণ্ড মামলায় ইসিআইআর দায়ের ইডির। মোট ৬টি ইসিআইআর দায়ের ইডির। ভুয়ো ভ্যাকসিন মামলায় ১টি ইসিআইআর দায়ের। রেমডেসিভির, অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি নিয়ে ইসিআইআর। কালোবাজারি বাকি ৫টি ইসিআইআর দায়ের।
আজই দেবাঞ্জন সহ ৯ জনকে নিজেদের হেফাজতে পেল লালবাজার। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জনের ২৩ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে বাকি ধৃতদের ১৬ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে ভ্যাকসিনেশন মামলায় নির্দেশ আদালতের। নির্দেশ নগর দায়রা আদালতের।