Kolkata News: তাঁর জাদুস্পর্শেন কথা বলেছে টুনি বাল্ব থেকে LED আলো, মুগ্ধ করেছে লক্ষ-কোটি মানুষকে
ABP Ananda LIVE: তাঁর হাতে জ্বলে ওঠা আলো শুধু অন্ধকার দূর করেনি.....তাঁর হাতের ছোঁয়ায় প্রাণ পেয়েছে আলো....তাঁর জাদুস্পর্শেন কথা বলেছে টুনি বাল্ব থেকে LED আলো। মুগ্ধ করেছে লক্ষ-কোটি মানুষকে। তিনি শ্রীধর দাস। চন্দনগরের বিখ্যাত আলোকশিল্পী। যিনি আলোর পথ বেয়ে হুগলিকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। সেই শ্রীধর দাসকে নিয়ে শ্রী গণেশ প্রোডাকশনস-এ ব্যানারে তথ্যচিত্র তৈরি করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নাম- দি রাকেন্টর অফ দ্য ডার্ক- আধাঁরপটুয়া। তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে আলোকশিল্পীর জীবনী। ভবানীপুর ফিল্ম সোসাইটির সহযোগিযিতায় শুক্রবার বিকেলে তথ্যচিত্রটি দেখানো হল নন্দন থ্রিতে।
দুর্গাপুর NIT-তে ছাত্রের প্রশ্নে মেজাজ হারালেন সুকান্ত মজুমদার
দুর্গাপুর NIT-তে ছাত্রের প্রশ্নে মেজাজ হারালেন সুকান্ত মজুমদার । নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে সুকান্তকে প্রশ্ন এক পড়ুয়ার মেজাজ হারিয়ে পাল্টা প্রশ্ন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর । প্রশ্ন করা পড়ুয়ার কাছেই পাল্টা সমাধান চান সুকান্ত । 'আপনি সমাধান দিন, আপনার জন্য আমার চেয়ার ছেড়ে দেব'। কঠিন পরীক্ষার মাধ্যমে সুযোগ পেয়েছেন, আপনাদের কাছে সমাধান থাকা উচিত'। কিছুক্ষণ পরই মাইক কেড়ে নেন NIT-র ডিরেক্টর, অভিযোগ পড়ুয়ার আমি প্রশ্ন করেছি, ওরা উত্তরই দিতে পারেনি, পরে দাবি সুকান্তর । কেউ সাজিয়ে পাঠাতে পারে, অভিযোগ সুকান্ত মজুমদারের


















