এক্সপ্লোর
Newtown Encounter: 'আকবর আলির নামে কেনা ফ্ল্যাটই ভাড়া নিয়েছিলেন সুমিত কুমার', জানালেন বাড়ি ভাড়া প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তি
গতকাল, বুধবার নিউটাউনের (Newtown) সাপুরজি আবাসনের পুলিশি এনকাউন্টারে নিহত হয় ২ দুষ্কৃতী। এসটিএফের (STF) সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় পঞ্জাব থেকে আসা কুখ্যাত দুষ্কৃতীরা। জানা গিয়েছে, ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছিল সুমিত কুমার নামে এক ব্যক্তির নামে। বাড়ি ভাড়া প্রক্রিয়ায় যুক্ত এক ব্যক্তি জানান, ‘ফ্ল্যাটটির মালিকের নাম আকবর আলি। নিউটাউনের ব্রোকার সৌরভ কুমার সুমিত কুমারকে বাড়ি ভাড়ার জন্য আমার কাছে পাঠিয়েছিলেন। তাঁর এগ্রিমেন্টের কাগজ ছিল আমার কাছে। আমি সমস্ত তথ্য পুলিশকে দিয়েছি।’
জেলার
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন

















