Online Game Addiction: অনলাইন গেমে আসক্তির জেরে ‘খুন’! ‘গেমের বশবর্তী হয়ে যেতে পারে’, মনে করছেন মনোবিদ সব্যসাচী মিত্র
অনলাইন গেমে আসক্তি (Online Game Addiction), বকাবকি করায় দাদাকে ‘কুপিয়ে খুন’। মা-কেও কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে। পরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত যুবকের। পূর্ব মেদিনীপুরের (East Midnapore) চণ্ডীপুরের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্ত যুবকের মা হাসপাতালে ভর্তি। অভিযুক্ত যুবকও তমলুক হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাপ্রসঙ্গে মনোবিদ সব্যসাচী মিত্র (Sabyasachi Mitra) বলেন, “যারা এরকম অনলাইন গেমে আসক্ত, তাদের এই আসক্তিতে বাধা দিলে উইথড্রয়াল সিনড্রোম (Withdrawal Syndrome) আসে। এই ধরনের মানুষদের অনেকরকম বৈশিষ্ট থাকে। এরা গেমিংয়ের বশবর্তী হয়ে যায়। এদের বাধা দিলে হিতাহিতজ্ঞানশূন্যভাবে যা পারে, তাই করে। এর ফলে হিংসাত্মক কাজকর্ম করতেও তারা পিছ পা হয় না।“


















