Patient Death: গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, ডিসান হাসপাতালের বিরুদ্ধে থানায় অভিযোগ | Bangla News
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল বেসরকারি হাসপাতালে। পরিবার সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার বাইপাসের ধারে ডিসান হাসপাতালে ভর্তি হন ঠাকুরপুকুরের বাসিন্দা সরস্বতী পাল। শনিবার তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। পরিবারের অভিযোগ, ভর্তির পর থেকেই রোগীর সঙ্গে সরাসরি দেখা করতে দেওয়া হয়নি। ভিডিও কলে কয়েকবার কথা বলানো হয়। রবিবার পরিবারের সদস্যরা জানতে পারেন, রোগিণীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এর কিছুক্ষণ পরেই রাত সওয়া ৯টা নাগাদ ৬২ বছরের ওই মহিলার মৃত্যু হয়। সেইসময় কোনও অভিজ্ঞ চিকিৎসক ছিলেন না বলে মৃতের পরিবারের অভিযোগ। আজ আনন্দপুর থানায় ডিসান হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
