Protest Against Fuel Price Hike: পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আলো নিভিয়ে প্রতিবাদ পাম্প মালিকদের
কলকাতা-সহ সব জেলায় পেট্রোলের সেঞ্চুরি। আলো নিভিয়ে প্রতিবাদ পাম্প মালিকদের। সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্প আধ ঘণ্টা আলো নিভিয়ে প্রতিবাদ জানায়। এই সময় পরিষেবা বন্ধ রাখা হয়। কাজ বন্ধ রাখা হয়। এক পেট্রোল পাম্পের ম্যানেজারের কথায়, "ব্যবসার ক্ষতির থেকেও সাধারণ মানুষের বেশি ক্ষতি হচ্ছে। তাই আমাদের এই প্রতিবাদ।"
জ্বালানির দামবৃদ্ধির অভিনব প্রতিবাদ। আজ সিঙ্গুর থেকে সাইকেলে বিধানসভা পর্যন্ত মিছিল করছেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা শ্রমমন্ত্রী বেচারাম মান্না। আজ সকাল ৮টা নাগাদ রতনপুরের বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে মিছিলে সামিল হন শ্রমমন্ত্রী। জগাছা থেকে তাঁর সঙ্গে যোগ দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। ইতিমধ্যে সাইকেল মিছিল নিয়ে তিনি কোনা এক্সপ্রেসওয়েতে পৌঁছেছেন। বেলা সাড়ে ১২টা নাগাদ তাঁর বিধানসভায় পৌঁছনোর কথা। আজই কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে। ডিজেলের দামও বেড়েছে।
আজ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "বাংলা এগিয়ে, কেন্দ্র দেশের অর্থনীতিটাই শেষ করে দিয়েছে। কেন্দ্রের এত বঞ্চনা সত্ত্বেও বাংলা এগিয়ে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য ২ হাজার কোটির বেশি বরাদ্দ। স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য় ১ হাজার ৯০০ কোটি বরাদ্দ। ৬০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলা। আমফানে ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার কোটির বেশি। কেন্দ্রের কাছে আবেদন করে আমাদের টাকাই আমরা পেয়েছি। একশো দিনের কাজে বাংলা এক নম্বরে। রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার শিল্প আসছে। যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা সব অক্ষরে অজ্ঞরে পালন করছি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ। অগাস্ট-সেপ্টেম্বর, ডিসেম্বর-জানুয়ারি স্বাস্থ্য সাথী প্রকল্পের ক্যাম্প। দুয়ারে ত্রাণের জন্য ৪ লক্ষ আবেদন পড়েছে। পেট্রোপণ্যের দাম বাড়িয়ে প্রায় ৪ লক্ষ কোটি টাকা রোজগার করেছে কেন্দ্র। ৩ লক্ষ ৭১ হাজার কোটি জনতার পকেট কেটে রোজগার করেছে কেন্দ্র। পেট্রোল-ডিজেলের দাম বাড়লে সব কিছুরই দাম বাড়ে। শুধু মন্ত্রিসভার রদবদল করলেই হবে? এসব নিয়ে কিছু ভাবছে মোদি সরকার? জমি বাড়ি ফ্ল্যাটের দলিলি রেজিস্ট্রেশনের জন্য ২ শতাংশ কমল স্ট্যাম্প ডিউটি। সব ধরনের দলিলের রেজিস্ট্রেশনের বাজারদর ১০ শতাংশ কমানোর প্রস্তাব। এখন থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনে মিলবে জোড়া সুবিধে।"