Sourav Ganguly Health Update: স্থিতিশীল করোনা আক্রান্ত সৌরভ, দেওয়া হয়েছে ককটেল অ্যান্টিবডির ডোজ | Bangla News
করোনা (Covid 19) আক্রান্ত হয়ে সোমবার রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গেপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এই মুহূর্তে তাঁর কোনও উপসর্গ নেই। আপাতত হাসপাতালে রেখেই চলবে তাঁর চিকিৎসা। সৌরভ করোনার কোন প্রজাতিতে আক্রান্ত, তা জানতে তাঁর লালার নমুনা জেনম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। হাসপাতালের তরফে পরামর্শের জন্য চিকিৎসক দেবী শেট্টির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। সৌরভকে বাড়িতে রেখে কড়া পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য দফতরের পরামর্শে সৌরভের চিকিৎসা চলবে হাসপাতালেই। তাঁকে ককটেল অ্যান্টিবডির ডোজ দেওয়া হয়েছে।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
