এক্সপ্লোর
Tocilizumab Controversy: কলকাতা মেডিক্যালে টসিলিজুমাব ইঞ্জেকশন কেলেঙ্কারিতে দায়ের জনস্বার্থ মামলা, আগামী সপ্তাহে শুনানি!
কলকাতা মেডিক্যালে (Calcutta Medical) করোনা (Covid) চিকিৎসায় ব্যবহৃত টসিলিজুমাব (Tocilizumab) ইঞ্জেকশন কেলেঙ্কারিতে জনস্বার্থ মামলা। মামলা দায়ের করার অনুমতি দিলের কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। আজই দায়ের করা হবে জনস্বার্থ মামলা। আগামী সপ্তাহে হতে পারে মামলার শুনানি। প্রসঙ্গত, কলকাতা মেডিক্যাল থেকে প্রায় ১১ লক্ষ টাকা মূল্যের টসিলিজুমাব উধাও হয়ে যায়। ঘটনায় না জড়ায় শাসক দলের এক চিকিৎসকের।
কলকাতা
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন


















