Ultadanga Flyover: ফের উল্টোডাঙা উড়ালপুলের দেওয়ালে ফাটল, মেরামতির জন্য শনিবার পর্যন্ত বন্ধ যান চলাচল
উল্টোডাঙা উড়ালপুলের (Ultadanga Flyover) কংক্রিটের দেওয়ালে ফাটল। একাধিক পিলারে ফাটল ধরেছে। উড়ালপুল বন্ধ রেখে মেরামতি শুরু করেছে কেএমডিএ (KMDA)। কেএমডিএ সূত্রে খবর, আপাতত শনিবার (Saturday) পর্যন্ত বন্ধ থাকবে ফ্লাইওভারের ওপর যান চলাচল। সম্প্রতি উল্টোডাঙা উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা করেন কেএমডিএ-র আধিকারিকরা। তখনই নজরে আসে ফাটল। ২০১৩ সাল, আচমকাই ভেঙে পড়ে উল্টোডাঙা উড়ালপুলের ঠিক মাঝের অংশটি। পরে উড়ালপুলের ক্ষতিগ্রস্ত অংশকে মজবুত করার জন্য স্তম্ভের দু’পাশে দুটি লোহার বিম লাগানো হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর উড়ালপুলে ফের যান চলাচল শুরু হয়। ২০১৯ সালে ফের উড়ালপুলে ফাটল দেখা যায়। ফের মেরামতি হয়। তারপর দু’বছরও কাটল না। আবারও ফাটল ধরল ফ্লাইওভারে। কেএমডিএ সূত্রে খবর, শনিবার পর্যন্ত চলবে মেরামতির কাজ। তারপর অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
![Suvendu Adhikari: 'মুসলিম লিগকেও হার মানাবে', সাসপেন্ড হতেই তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/018e9fd186bc341af5bddeb3f604d4761739780112334967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)