Lata Mangeshkar: 'স্বয়ং মা সরস্বতী আমাদের সামনে ছিলেন', শোকবার্তা হৈমন্তী শুক্লার|Bangla News
প্রয়াত সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর। গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে ছিলেন ICU-তেই। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দৌরে জন্ম হয় লতা মঙ্গেশকরের। তাঁর বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন খ্যাতনামা মরাঠী, কোঙ্কনী সঙ্গীতশিল্পী এবং নাট্যশিল্পী। মাত্র ৫ বছর বয়সে বাবার কাছেই গানের তালিম শুরু হয় ছোট্ট লতার। ১৯৪১ সালের ১৬ ডিসেম্বর গায়িকা হিসেবে পথ চলা শুরু হয় লতা মঙ্গেশকরের।৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর। রেখে গেলেন তাঁর অনবদ্য সৃষ্টি এবং লক্ষ লক্ষ অনুরাগীকে। একের পর এক সাফল্যের সোপান তিনি পেরিয়ে গিয়েছেন অবলীলায়। হয়ে উঠেছিলেন ভারতের নাইটিঙ্গেল।
সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা শোকপ্রকাশ করে বলেছেন, স্বয়ং মা সরস্বতী আমাদের সামনে ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল আমি ওঁনাকে অনেকবার দেখেছি, কথা বলেছি। চিরকাল মানুষ থাকে না। কিন্তু উনি তো দেবী সরস্বতী।


















