Madhyamik, HS Exam Update: ৭ মার্চ থেকে শুরু মাধ্যমিক, ২ এপ্রিল থেকে হোম সেন্টারেই উচ্চমাধ্যমিক| Bangla News
২০২২-র মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা। ২০২২-র ৭ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। ৭ মার্চ প্রথম ভাষা, ৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৯ মার্চ ভূগোল পরীক্ষা, ১১ মার্চ ইতিহাস পরীক্ষা। ১২ মার্চ জীবনবিজ্ঞান, ১৪ মার্চ অঙ্ক পরীক্ষা। ১৫ মার্চ ভৌতবিজ্ঞান, ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। ১১.৪৫ থেকে পরীক্ষা শুরু, চলবে দুপুর ৩টে পর্যন্ত। পরিস্থিতি বুঝে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, জানিয়ে দিল পর্ষদ। ডিসেম্বরের শেষ দিকে হতে পারে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা।
অন্যদিকে, ২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু। ২০ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। ১৫ ফেব্রুয়ারি-৪ মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল। একই দিনে দ্বাদশ-একাদশের পরীক্ষা, জানিয়ে দিল সংসদ। হোম সেন্টারেই এবার উচ্চমাধ্যমিকের পরীক্ষা।
![Chok Bhanga Chota: মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/095e0d51ece68b14630ae0b3ff600c4e1726584047480967_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)