Maha Kumbh : মাঘী পূর্ণিমার স্নানের জন্য মহাকুম্ভে যেতেও চরম ভোগান্তি।কিলোমিটার ধরে দীর্ঘ যানজট!
ABP Ananda Live: মাঘী পূর্ণিমার স্নানের জন্য মহাকুম্ভে যেতেও চরম ভোগান্তি। কিলোমিটার পর কিলোমিটার দীর্ঘ যানজট! ২ ঘণ্টার রাস্তা পেরোতে লাগছে ৮ থেকে ১০ ঘণ্টা!
‘পার্থকে সরিয়ে দিতে চায় তৃণমূল, নিরাপত্তা দিন, তুলে দেওয়া হোক SSC’, রাজ্যপালকে চিঠি BJP সাংসদের
এবার জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দাবিতে সরব হলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাত। নিয়োগ দুর্নীতি মামলা জেলবন্দি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিতকরণের জন্য সওয়াল তুললেন তিনি। তাঁর দাবি, তৃণমূল চিরতরে পার্থর মুখ বন্ধ করে দিতে চাইছে। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর এবং অমিত শাহ নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে আর্জি জানালেন তিনি। চিঠি দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। (Partha Chatterjee) স্কুল সার্ভিস কমিশন (SSC) তুলে দেওয়ার দাবিও জানিয়েছেন।
পার্থর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠিতে জ্যোতির্ময় লেখেন, ‘SSC মামলায় মূল অভিযুক্ত, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। রাজ্য সরকার চালিত SSKM থেকে বেসরকারি হাসপাতালে নিজেকে সরিয়ে নিয়েছেন উনি। অপরাধের সঙ্গে যুক্ত তৃণমূল নেতাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত SSKM. সাম্প্রতিক ট্রান্সফার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে’।


















