Mahua Moitra: কসবা কাণ্ডে এবার 'নারীবিদ্বেষ' খোঁচা মহুয়ার
ABP Ananda LIVE : কসবা কাণ্ডে এবার 'নারীবিদ্বেষ' খোঁচা তৃণমূল সাংসদ মহুয়ার মৈত্রের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় -মদন মিত্রের মন্তব্যের বিরোধিতা তৃণমূল সাংসদ মহুয়ার। 'ভারতে নারীবিদ্বেষ প্রায় সব দলেই আছে'।'তৃণমূলের পার্থক্য হল, এই ধরনের ঘৃণ্য মন্তব্য যেই করুক, আমরা তার নিন্দা করি'। এক্স হ্যান্ডলে বার্তা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।
'এরপরেও মুখ্যমন্ত্রী বলতে পারেন এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি !' তোপ সুকান্তর
কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা ।কসবাকাণ্ডে প্রতিবাদে নেমে লকাপে, রাত কাটল সুকান্তর।সুকান্তদের গ্রেফতারির প্রতিবাদে লালবাজারের সামনে বিজেপির বিক্ষোভে তুলকালাম। ১৬৩ ধারা অমান্যের অভিযোগে ৩ কাউন্সিলর আটক। কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা ।গ্রেফতারির পর বেল নিতে নারাজ সুকান্ত, জগন্নাথরা। শনিবার দুপুরে গ্রেফতার, রবিবার সকালে জেলমুক্ত সুকান্ত।

















