India Jote: ইন্ডিয়া জোটের চেয়ারম্যান হলেন মল্লিকার্জুন খাড়গে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ইন্ডিয়া জোটের চেয়ারম্যান হলেন মল্লিকার্জুন খাড়গে । কংগ্রেস সভাপতিকেই ইন্ডিয়া জোটের চেয়ারম্যান ঘোষনা, খবর পিটিআই সূত্রে । ইন্ডিয়া আহ্বায়ক হওয়ার প্রস্তাবে না নীতীশ কুমারের । প্রথম বার প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতোই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোট I.N.D.I.A-কে নেতৃত্ব দিতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে (Mallikarjun Kharge)। শনিবার I.N.D.I.A শিবিরের ভার্চুয়াল বৈঠক চলছে। সেখানেই বিজেপি এবং NDA-র বিরুদ্ধে বিরোধীদের নেতৃত্বদানে, জোটের চেয়ারপার্সন হিসেবে খড়্গের নামে সকলের সায় মিলেছে বলে সূত্রের খবর। এদিনের বৈঠকে যদিও যোগ দেয়নি তৃণমূল। (I.N.D.I.A Alliance) কংগ্রেস বৈঠকের কথা অনেক দেরিতে জানিয়েছে বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। তাদের দাবি, শনিবার বৈঠক, শুক্রবার রাতে সেকথা জানানো হয়। তাতেই বৈঠকে যোগ দেয়নি দল।