Mamata Banerjee PC: কোভিড হাসপাতালের জন্য একটা বিল্ডিং দিচ্ছে সেন্ট জেভিয়ার্স, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ নবান্ন সভাঘরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "মানুষের আশীর্বাদে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করেছে। জাতি, ধর্ম নির্বিশেষে সবাই আমাদের ওপর বিশ্বাস রেখেছে। আমরা ঐক্য চাই, ভেদাভেদ চাই না। এই রায় উন্নয়ন, শান্তি, সংহতি, সংস্কৃতির রায়। আমরা মানুষকে প্রণাম জানাচ্ছি। আমরা বলেছিলাম, মানুষের জন্য কাজ করব। কাজ চলবে। কোভিড মোকাবিলাতেই এখন অগ্রাধিকার।" করোনা প্রসঙ্গে মমতা বলেন, "কোভিড হাসপাতালে জন্য একটা বিল্ডিং দিচ্ছে সেন্ট জেভিয়ার্স। কোভিড-যুদ্ধে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন মমতার। কোভিড-পরিকাঠামো তৈরি করতে গেলে যেন জিএসটি না নেওয়া হয়। দেশের ৬৫ শতাংশ ভ্যাকসিন বাইরে গেলে, অন্য দেশ থেকে আনাতে হবে। কোথা থেকে ভ্যাকসিন আনানো হবে, কেন্দ্র ঠিক করুক। এ জন্য সুস্পষ্ট নীতির দরকার।"

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
