Turkey Earthquake: ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়াজুড়ে ধ্বংসের ছবি, ধ্বংসস্তূপের নীচে চাপা বহু মানুষ
Turkey Earthquake: কোথাও সব হারানোর হাহাকার, কোথাও প্রিয়জনকে খুঁজে বেড়ানোর চেষ্টা। গত ২৪ ঘণ্টায় তুরস্ক (Turkey) ও সিরিয়ার (Syria) ছবিটা এমনই। ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) বিধ্বস্ত দুই প্রতিবেশী দেশ। ৪ হাজার ৩৬৫ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি। গতকাল ভোরে প্রথমবার কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। পরপর ৩টি ভূমিকম্প ও ৫০টি আফটার শকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঘরবাড়ি, বহুতল (building)। ঘুমের মধ্যেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বহু মানুষ। উদ্ধারকাজ চলার পাশাপাশি, ধ্বংসস্তূপের মধ্যে অনেকেই খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। সাহায্যের হাত বাড়িয়েছে ভারত (India)-সহ ২০টি দেশে। এর আগে ১৯৯৯ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, ৩২ হাজার মানুষের প্রাণ যেতে পারে ভূমিকম্পে।

















