MIG 21: ভারতের প্রতিরক্ষায় মিগ-২১ যুগের অবসান, শেষ বার উড়ল দেশের প্রথম সুপারসনিক ফাইটার জেট
ABP Ananda LIVE: ভারতের প্রতিরক্ষায় মিগ-২১ যুগের অবসান। শেষ বার উড়ল দেশের প্রথম সুপারসনিক ফাইটার জেট। ভারতীয় প্রতিরক্ষায় মিগ-২১ যুগের সমাপ্তি, নস্টালজিয়ার পাতায় যুদ্ধবিমান মিগ-২১। শেষবার, দেশের আকাশে গর্জে উঠল ভারতের প্রথম সুপারসনিক ফাইটার । রেখে গেল গৌরবময় ইতিহাস ও বীরগাথা। সোভিয়েত যুগের 'যোদ্ধা'কে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চিরবিদায়। এ যেন ভারতের যুদ্ধ অভিযানে এক যুগের সমাপ্তি। এবার থেকে আর দেখা যাবে না আকাশ পথে। ১৯৬০-এর দশকের গোড়ার ভারতের অস্ত্র ভাণ্ডারে যোগ হয়েছিল রাশিয়ার মিগ-২১। আজ সেই অভিযানের সমাপ্তি ঘোষণা হল। শুক্রবার ২৬ সেপ্টেম্বর চণ্ডীগড়ের বিমানঘাঁটিতে সেই উপলক্ষ্যে হল অনুষ্ঠান। সবার মুখেই এক কথা অলবিদা 'ফাইটার'। বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার ছয় দশক পর ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি মেগা ইভেন্টে বিদায় জানানো হচ্ছে এই ফাইটার জেটকে। ছয় দশকেরও বেশি সময় আগে এই ঐতিহাসিক বিমানটিকে প্রথমবারের মতো এখানে বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। চণ্ডীগড় বিমান বাহিনী স্টেশনে ২৩ নম্বর স্কোয়াড্রনের অন্তর্গত "প্যান্থারস" ডাকনামের শেষ মিগ-২১ জেটগুলিকে বিদায় জানানো হচ্ছে।


















