Morning Headlines: রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, আজ থেকেই কড়াকড়ির পথে হাঁটছে নবান্ন | Bangla News
রাজ্যে দৈনিক করোনা (Corona) সংক্রমণে সংখ্যা ৬ হাজার পার। একদিনে আক্রান্ত ৬ হাজার ১৫৩ জন। মৃত ৮। শুধু কলকাতায় (Kolkata) পজিটিভিটি রেট প্রায় ৩৩ শতাংশ। সংক্রমিত প্রায় ৩ হাজার ২০০ জন।
করোনা সংক্রমণ এড়াতে আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে জারি বিধিনিষেধ। আজ থেকে বন্ধ সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড বা উচ্চ শিক্ষা দফতর।
৫০ শতাংশ যাত্রী নিয়ে সন্ধে ৭টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন (Local Train)। ছাড় দূরপাল্লায়। মেট্রোয় সময়সীমা না বাধলেও থাকবে ৫০ শতাংশ যাত্রী। বন্ধ মেট্রোর (Metro) টোকেন। ছাড় বাস, অটোয়।
শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তরাঁ, পানশালা, সিনেমা হল, থিয়েটারে ৫০ শতাংশ প্রবেশ। খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। সভাগৃহে ৫০ শতাংশের বেশি উপস্থিতি নয়।
আজ থেকে বন্ধ সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন, চিড়িয়াখানা-সহ সমস্ত পর্যটন কেন্দ্র। দর্শনার্থীদের জন্য বন্ধ বেলুড় মঠও (Belur Math)। রাত ১০টা থেকে ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা।
সরকারি, বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা, সব ধরনের সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বিয়ের অনুষ্ঠানে উপস্থিতি থাকবে সর্বোচ্চ ৫০ জন। মৃতদেহ নিয়ে যেতে সর্বোচ্চ ২০ জন।
পাঁচজনের বেশি করোনা আক্রান্ত হলেই মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone)। চিহ্নিত কলকাতার ১১টি জায়গা। ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে নিষেধাজ্ঞা। মুম্বই-দিল্লি থেকে রাজ্যে সপ্তাহে দুটি উড়ান।
রাজ্যে বিধিনিষেধ জারি হলেও আজ থেকেই চালু হচ্ছে ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ। কোউইন অ্যাপে (CoWIN App) দেশজুড়ে নথিভুক্ত সোয়া ৩ লক্ষের নাম। কলকাতার ১৬টি সরকারি স্কুলে মিলবে টিকা।
লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ২২ জানুয়ারি পুরভোট নিয়ে প্রশ্ন বিরোধীদের। সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন, জানালেন মুখ্যসচিব।
১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল 'দুয়ারে সরকার' (Duare Sarkar) প্রকল্প। বলছেন করোনা, আসলে টাকা নেই, কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। মানুষকে ভুল বোঝাচ্ছেন, পাল্টা সৌগত রায় (Saugata Roy)।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ২১ শতাংশ। ২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে ২৭ হাজারের বেশি। ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা ছাড়াল দেড় হাজার।
ন্যাশনাল মেডিক্যালে অধ্যক্ষ-সহ ৭০ জন চিকিৎসক করোনা আক্রান্ত। হাজরা চিত্তরঞ্জন সেবাসদনে সংক্রমিত ২৩ জন চিকিৎসক। কলকাতার পাঁচ বড় বেসরকারি হাসপাতালে ভর্তির হার দ্বিগুণ।
নবান্নর জন্যই বেড়েছে করোনা সংক্রমণ। বিপর্যয়, বেহাল জনস্বাস্থ্যে এগিয়ে বাংলা, খোঁচা শুভেন্দুর। যুক্তিহীন কথা বলছেন, পাল্টা ফিরহাদ।
করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক অক্সিজেনের মাত্রা। রক্ত পরীক্ষার রিপোর্টও সন্তোষজনক।
করোনা আক্রান্ত লিওনেল মেসি সহ পিএসজির ৪ ফুটবলার। রয়েছেন আইসোলেশনে। সংক্রমিত অভিনেত্রী পার্নো মিত্র।
ত্রিপুরায় অভিষেক (Abhishek Banerjee)। শেষ মুহূর্তে কর্মসূচির অনুমতি বাতিল করল বিপ্লব দেব সরকার। ভীতি প্রদর্শনের কৌশল, লাভ হবে না। আক্রমণ তৃণমূল সাংসদের। জনভিত্তিই নেই, পাল্টা সুকান্ত।
নববর্ষের দিন পিকনিক সেরে বাড়ি ফেরার পথে মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। ভাঙচুর গাড়ি। গ্রেফতার ৬। ধৃতদের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।