Morning Headlines: আজ ত্রিপুরা পুরভোটের ফলপ্রকাশ। Bangla News
আজ ত্রিপুরা পুরভোটের (Tripura Municipality Election) ফলপ্রকাশ। বিধানসভার পর পুর নির্বাচনেও দাপট বিজেপির (BJP)? প্রথমবার লড়ে চমক দেবে তৃণমূল (TMC)? কী হবে বামেদের (CPM)? সকাল ৮টা থেকে শুরু গণনা।
বামেদের সঙ্গে লড়াইয়ের পথে গিয়ে কলকাতার (Kolkata Municipal Election) ৬৬টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস (Congress)। তালিকায় তৃণমূলের টিকিট না পাওয়া ২ প্রাক্তন কাউন্সিলর।
বামেদের ছাড়া ১৭টি আসন নয়, ১২০ থেকে ১৩০টি ওয়ার্ডেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস। কলকাতাকে বাঁচাতে যা করার করব, আলোচনার দরজা খোলা রেখে জানাল সিপিএম।
ঘোষণার পরেই প্রার্থী বদল। ৬০ নম্বর ওয়ার্ডে মহম্মদ ইয়াজুজারের বদলে টিকিট পেলেন কাইজার জামিল। ৩৬, ১১৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা।
প্রার্থী তালিকা প্রকাশ হতেই জোরদার প্রচারে তৃণমূল। উত্তর থেকে দক্ষিণ-জনসংযোগে প্রার্থীরা। দেওয়াল লিখলেন পার্থ-মদন।