Morning Headlines: বসন্তের আগেই থামল কোকিল কণ্ঠ, ৯২ বছর বয়সে প্রয়াত লতা মঙ্গেশকর। Bangla News
প্রায় এক মাসের লড়াই শেষ। সরস্বতী পুজোর পরদিনই দেশ হারাল সুর সম্রাজ্ঞীকে। বসন্তের আগেই থামল কোকিল কণ্ঠ। ৯২ বছর বয়সে প্রয়াত লতা মঙ্গেশকর।
শিবাজী পার্কে সম্পন্ন শেষকৃত্য। শেষশ্রদ্ধা প্রধানমন্ত্রী, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের। শেষযাত্রায় অগণিত মানুষের ভিড়। অনেক স্মৃতি সবসময় একসঙ্গে থাকবে। প্রতিক্রিয়া আশা ভোঁসলের।
লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকে ডুবল মুম্বই। শেষশ্রদ্ধা সচিন, শাহরুখ, আমীর, রণবীর কপূর, শ্রদ্ধা কপূরের। প্রভুকুঞ্জের বাড়িতে শেষশ্রদ্ধা অমিতাভ, অনুপম খের, জাভেদ আখতারের।
শতাব্দীতে এমন শিল্পী একজনই জন্মায়। লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতির। ভাষা হারিয়েছি, বললেন মোদি। অপূরণীয় ক্ষতি, প্রতিক্রিয়া অমিত শাহের। নাইটিঙ্গল হারাল দেশ, শোকবার্তা মনমোহনের।
কিংবদন্তী শিল্পীকে হারালাম। বাংলার শ্রেষ্ঠ সম্মান দিতে চেয়েছিলাম। অসুস্থতার কারণে আসতে পারেননি। এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
প্রয়াত ভারতের রত্ন। ২ দিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত জাতীয় পতাকা।আজ সংসদে রাজ্যসভার প্রাক্তন সদস্য লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন।
আজ মহারাষ্ট্র সরকারের ছুটি ঘোষণা।
আজ রাজ্যে অর্ধদিবস ছুটি। রবীন্দ্রসদনে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন। ১৫ দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বাজবে লতার গান।
লতা মঙ্গেশকরের প্রয়াণে এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে দেওয়া প্রতিক্রিয়ায় স্মৃতিমেদুর মুখ্যমন্ত্রী।
ভালবাসতেন ক্রিকেট। ভারতরত্নকে শ্রদ্ধা জানিয়ে মোতেরায় কালো আর্ম ব্যান্ড পরে মাঠে ক্রিকেটাররা। ১৯৮৮-র ইস্টবেঙ্গল ক্লাবে প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠানেও এসেছিলেন লতা মঙ্গেশকর।
একাত্তরে মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহের জন্য গেয়েছিলেন লতা। সুরের জগতে বিরাট শূন্যতা, শোকবার্তা শেখ হাসিনার। মহান গায়িকাকে হারাল বিশ্ব, ট্যুইট পাক প্রধানমন্ত্রীর।
খড়দার প্রার্থী নিয়ে অসন্তোষ। ক্ষোভে দলীয় বৈঠক ত্যাগ শোভনদেব চট্টোপাধ্যায়।
প্রার্থী তালিকা নিয়ে কামারহাটির কর্মীসভায় বিস্ফোরক মদন মিত্র।
পুরভোটের আগে ফের উত্তপ্ত ভাটপাড়া। ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য রক্ষা। তদন্তে পুলিশ।
রাজ্যে দৈনিক সংক্রমণ হাজারের নীচে নামলেও, মৃত্যুতে উদ্বেগ। টানা ২৩ দিন বাংলায় মৃত্যু ৩০ পার। কলকাতায় মৃত্যু ১৪ জনের। সংক্রমণ শীর্ষে উত্তর ২৪ পরগনা।
১২ ফেব্রুয়ারি ৪ পুরসভায় ভোট। কী বলছে চন্দননগর ? কেমন আছেন বাসিন্দারা? চলতি হাওয়া দেখুন সকাল ৯.৩০।