Modi-Trump Meeting: '২০৩০ সালের মধ্যে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হবে', জানিয়েছেন মোদি
ABP Ananda Live: দু'হাজার তিরিশ সালের মধ্যে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানান, দু'দেশের মধ্যে তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানির ব্যবসা আরও মজবুত হবে। পরমাণুক্ষেত্রে বাড়বে দ্বিপাক্ষিক সহযোগিতা। ভারত-আমেরিকার মধ্যে প্রযুক্তি বিনিময় নিয়েও ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে। লস অ্যাঞ্জেলস এবং বস্টনে ভারতের নতুন বাণিজ্যিক দূতাবাস হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতে মার্কিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলা হবে। ডোনাল্ড ট্রাম্পকে ফের ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ওয়াশিংটনে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ওয়েস্ট উইং লবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান ট্রাম্প। দুই নেতা একে অপরকে উষ্ণ আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। ভারতের প্রধানমন্ত্রীকে দেখে জড়িয়ে ধরে ট্রাম্প বলেন, 'খুব মিস করেছি তোমায়'। রিপাবলিকান নেতাকে আবার দেখতে পেয়ে আনন্দ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদিও।


















