করোনা: দেশে বাড়ল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণ ও দৈনিক সুস্থতার সংখ্যাও
করোনায় দেশে বাড়ল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণ। দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে। দৈনিক মৃত্যুতে দেশে আজ দু’নম্বরে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। তালিকায় প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। একদিনে সেখানে মৃত্যু হয়েছে ১১৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ২২ হাজার ৬০৭ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭০। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮২ লক্ষ ২৯ হাজার ৩১৩। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২৩০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ হাজার ৯৬৪ জন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৭৫ লক্ষ ৪৪ হাজার ৭৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩ হাজার ২৮৫ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৫৮ হাজার ৬৮৪ জন। দেশে মৃত্যুর হার ১.৪৯ শতাংশ। সুস্থতার হার ৯১.৬৮ শতাংশ। আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ৫৫ হাজার ৮০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ১ নভেম্বর পর্যন্ত দেশে ১১ কোটি ৭ লক্ষ ৪৩ হাজার ১০৩টি নমুনা।