Essential Commodities Act: আলু-পেঁয়াজের দাম আরও বাড়বে, না কমবে? কালোবাজারি-মজুতদারি বাড়বে, না কি কৃষকদের লাভ হবে?
মোদি সরকারের আনা নতুন বিল অনুযায়ী, অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ পড়ল চাল, ডাল, আলু, পেঁয়াজ। বিরোধীদের দাবি, এভাবে মোদি সরকার বড় বড় কোম্পানি, মজুতদারদের সুবিধা করে দিল! তার জেরে সাধারণ গরিব-মধ্যবিত্তের পকেটে আরও বড় কোপ পড়বে! যদিও, এই অভিযোগ মানতে নারাজ কেন্দ্র।
চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেলবীজ, ভোজ্য তেলের মতো একাধিক পণ্য। যা আমাদের প্রত্যেকের হেঁসেলে প্রতিদিনই লাগে। আর এগুলি অত্যাবশ্যকীয় তালিকা থেকে বাদ পড়ায়, আমাদের জীবনে তার কতটা প্রভাব পড়বে? দাম আরও বাড়বে, না কমবে? কালোবাজারি-মজুতদারি বাড়বে, না কি কৃষকদের লাভ হবে? সাধারণ মানুষের মনে আশঙ্কার এরকমই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে!
মোদি সরকারের পাশ করা বিল অনুযায়ী,
অত্যবশ্যকীয় জিনিসের তালিকা থেকে বাদ পড়া এইসব খাদ্য সামগ্রীর ওপর সরকারের নিয়ন্ত্রণ কার্যত উঠে যাবে।
শর্তস্বাপেক্ষে উঠে যাবে পণ্য মজুতের ঊর্ধ্বসীমাও।
অর্থাৎ ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো এই পণ্যগুলি মজুত করতে পারবে।
ইচ্ছামতো দামে বিক্রিও করতে পারবে।
শুধুমাত্র অস্বাভাবিক পরিস্থিতিতে সরকার এই সব পণ্যের মজুত, বিক্রি বা অন্যান্য বিষয় নিয়ন্ত্রণ করতে পারবে।
অস্বাভাবিক পরিস্থিতি বলতে অত্যধিক মূল্যবৃদ্ধি, যুদ্ধ, দুর্ভিক্ষ, ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মতো বিষয় উল্লেখ করা হয়েছে সংশোধনীতে।