এক্সপ্লোর
‘প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন ভারত নিজের প্রাপ্য নিতে জানে’, মত প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরীর
প্রধানমন্ত্রীর আচমকা লাদাখ সফরে চিনের কী প্রতিক্রিয়া হতে পারে? সেপ্রসঙ্গে অবসরপ্রাপ্ত জেনারেল শঙ্কর রায়চৌধুরী জানান, বেজিং ভারতকে প্রচ্ছন্নভাবে বা পরোক্ষভাবে সাবধান করতে পারে। ভারতকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আমন্ত্রণ জানাতে পারে। চিনের প্রতিক্রিয়া সম্বন্ধে জেনারেল রায়চৌধুরী জানান, চিন ও ভারতের মধ্যে যা সমস্যা আছে তা আলাপ আলোচনার মধ্যেই মেটাতে চাইছেন প্রধানমন্ত্রী। তিনি ইতিহাসের পুনরাবৃতি চান না। শান্তি ও সমঝোতার বার্তা পাঠানোর সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন যে ভারত নিজের প্রাপ্য নিতে জানে, মত প্রাক্তন সেনাপ্রধানের।
আরও দেখুন

















