এক্সপ্লোর
কেন্দ্রের তরফে সাধারণ মানুষের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ও ই-মেলে নজরদারি হাব তৈরির সিদ্ধান্ত বাতিল, সুপ্রিম কোর্ট এ কথা জানিয়েছে, দাবি মহুয়া মৈত্রর
কেন্দ্রের তরফে সাধারণ মানুষের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ও ই-মেলে নজরদারি হাব তৈরির সিদ্ধান্ত বাতিল। সুপ্রিম কোর্ট এ কথা জানিয়েছে বলে দাবি মহুয়া মৈত্রর। তৃণমূল সাংসদের দাবি, এটা শুধু তৃণমূলের নয়, দেশের সাধারণ মানুষের জয়। প্রথমে তথ্য সম্প্রচার মন্ত্রক ও পরে কেন্দ্রের ইউআইডিএআই দফতর নজরদারির জন্য সার্ভিল্যান্স হাব তৈরির টেন্ডার ডাকে। দেশের সাধারণ মানুষের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ও ই-মেলে নজরদারি চালানোর জন্যই কেন্দ্র এই উদ্যোগ নেয় বলে অভিযোগ ওঠে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের দাবি, মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্টে কেন্দ্রের আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের সার্ভিল্যান্স বা নজরদারি হাব তৈরির টেন্ডার ডাকার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এধরনের কোনও টেন্ডার আর ডাকা হবে না।
আরও দেখুন

















