NET Scam: NET বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মুখে ডার্ক ওয়েবের কথা! কী বলছেন বিশেষজ্ঞরা?
NET-এর প্রশ্ন ফাঁস প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মুখে শোনা গেছে টেলিগ্রাম অ্য়াপ এবং ডার্ক ওয়েবের কথা। অপরাধ সংগঠিত করার জন্য় কেন মাফিয়ার অস্ত্র এই টেলিগ্রাম অ্য়াপ? কেন ডার্ক ওয়েব হয়ে উঠেছে অপরাধ জগতের অংশ? শুনে নেব, কী বলছেন বিশেষজ্ঞরা।
নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝেই প্রশ্নফাঁসকাণ্ডে শুক্রবার রাত থেকেই নয়া আইন লাগু করল কেন্দ্রীয় সরকার। এই মর্মে জারি করা হল বিজ্ঞপ্তি। নতুন আইনে উল্লেখ করা হয়েছে ১৫ টি বিষয়। এই ১৫ টির মধ্য়ে যে কোনও একটি কাজে যুক্ত থাকলেই যেতে হতে পারে জেলে। সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারে জেল। জরিমানা হতে পারে সর্বোচ্চ ১ কোটি টাকা। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে, প্রশ্নপত্র ফাঁসে অন্য কারও সঙ্গে যুক্ত হলে, কোনও অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা ওএমআর শিট নিজের কাছে রাখলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। যে কোনও পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে উত্তর লিখতে সাহায্য করলেও নতুন আইনে থাকছে কঠোর সংস্থান। ভুয়ো পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হলে, ভুয়ো অ্যাডমিট কার্ড ইস্যু করলে বা ভুয়ো অফার লেটার ইস্যু করলেও নতুন আইনে থাকছে কড়া ব্যবস্থা নেওয়ার সংস্থান। কোনও সংগঠিত গ্যাং অথবা কোনও প্রতিষ্ঠানের অসাধু উপায়ে আর্থিক লাভবান হওয়া রুখতেই লাগু করা হল লোক পরীক্ষা আইন ২০২৪। ফেব্রুয়ারি মাসেই পাস হয়ে যাওয়ার পর, ২১ শে জুন অর্থাৎ শুক্রবার থেকে লাগু করা হল নয়া আইন।

















