WB News: ইডি অফিসার সেজে ব্যবসায়ীর থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১
ABP Ananda LIVE: ইডি অফিসার সেজে ব্যবসায়ীকে হুমকি দিয়ে কয়েক দফায় দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত জিন্নার আলি। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে নীতি আয়োগের ভুয়ো পরিচয়পত্র, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের লেটারপ্যাড। ED সূত্রে খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
দীর্ঘ পাঁচ বছর পর ডোমকলে তৃণমূলের হাত থেকে পার্টি অফিস পুনরুদ্ধার সিপিএম-র
বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই মুর্শিদাবাদের ডোমকলে উলটপুরাণ। দীর্ঘ পাঁচ বছর পর ডোমকলে, তৃণমূলের হাত থেকে পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিএম। সেই সঙ্গে তৃণমূল থেকে বাম শিবিরে নাম লেখালেন ডোমকল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের একাধিক কর্মী-সমর্থকেরা। দল বদলেই তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুললেন সদ্য যোগদানকারীরা। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

















