Operation Sindoor: সংঘর্ষ-পরিস্থিতিতে ওয়াটার স্ট্রাইক ভারতের! সালাল বাঁধের ৪টি লকগেট খুলল ভারত
ABP Ananda Live: সংঘর্ষ-পরিস্থিতিতে ওয়াটার স্ট্রাইক ভারতের! চন্দ্রভাগা নদীর উপর সালাল বাঁধের ৪টি লকগেট খুলল ভারত। চন্দ্রভাগা নদীতে একলাফে বাড়ল জলস্রোত। ভারত জল ছাড়ায় পাকিস্তানের শিয়ালকোটে নদীর জলস্তর বৃদ্ধি পাবে।
মূলত রাতে ফের ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। যদিও শেষ অবধি রাজস্থানের শ্রীগঙ্গানগরে পাকিস্তানের ড্রোন হামলার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে খবর। ভারতীয় সেনার প্রত্যাঘাতে মাটিতে পড়ল পাক ড্রোন। পাকিস্তানের হামলার রাতভর জবাব ভারতের তিন বাহিনীর। স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনার একযোগে অপারেশন। লাহৌর, রাওয়ালপিণ্ডি সমেত পাকিস্তানের ১৬টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি।
শুধু হামলা নয়, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। সাম্বা সেক্টরে গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা ১২ পাক জঙ্গির । সতর্ক বিএসএফ, গুলিতে নিহত ৭ জইশ জঙ্গি। পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর রাত থেকে টানা গোলাবর্ষণ পাক সেনার। পাক সেনার গোলাবর্ষণের কড়া জবাব দিচ্ছে ভারতও। ভারতের প্রত্যাঘাতের ভয়ে থরহরিকম্প পাকিস্তান। PSL-এর বাকি ম্যাচ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমীরশাহীতে নিয়ে গেল পাক সরকার। রাওয়ালপিণ্ডি, মুলতান এবং লাহৌরে এই ম্যাচগুলি হওয়ার কথা ছিল।


















