Operation Sindoor: পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর, ২৫ মিনিটের সফল প্রত্যাঘাত
ABP Ananda LIVE: পাকিস্তানকে পহেলগাঁওয়ের প্রত্যাঘাত ভারতের, সিঁদুরের বদলা 'অপারেশন সিঁদুর' । রাতের অন্ধকারে গর্জাল রাফাল, পাকিস্তান ও POK-তে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত । গভীর রাতে ২৫ মিনিটের অপারেশনে জইশ-লস্কর-হিজবুলের ৯ ঘাঁটি ধ্বংস । ধুলিসাৎ জইশ, লস্কর, হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প । পহেলগাঁও কাণ্ডের ১৫দিনের মাথায় ২৬ জনকে হত্যার বদলা । ভারতের প্রত্যাঘাতে এখনও পর্যন্ত ৯০০ জঙ্গির মৃত্যুর অনুমান । বাহাওয়ালপুর: ২৫০ জন, মুরিদকে: ১২০ জন, মুজাফ্ফরাবাদ: ১৩০ জনেরও বেশি জঙ্গি ছিল । ভারতের প্রত্যাঘাতে কোটলিতে ৩০ হিজবুল জঙ্গির মৃত্যু, স্থানীয় সূত্রে দাবি । বাহাওয়ালপুরে ধুলিসাৎ মাসুদ আজহারের জইশের সদর দফতর । POK-র মুজাফফরবাদে হিজবুলের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত । গোটা অপারেশনের উপর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

















