India-Pakistan Tension: দেশের পাঁচটি সীমান্ত থেকে এবিপি আনন্দের টানা লাইভ কভারেজ
ABP Anana Live: পাকিস্তানের প্রায় চারশো ড্রোন হামলার চেষ্টা রুখে, আকাশেই তাদের গুঁড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তান-সীমান্ত ঘেঁষা রাজ্য়গুলোতে এখন টানটান উত্তেজনা। আর এই আবহেই কচ্ছ থেকে কাশ্মীর, রাজস্থান থেকে পাঞ্জাবের পাঁচটি পাক-সীমান্তে পৌঁছে গেছেন এবিপি আনন্দর প্রতিনিধিরা। সেখান থেকে তুলে ধরছেন প্রতি মুহূর্তের আপডেট। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর, সবার আগে সেখানে পৌঁছেছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি। এবার ভারত-পাকিস্তান সংঘাতের আবহে একসঙ্গে পাঁচটি সীমান্ত থেকে সব আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবেন এবিপি আনন্দর প্রতিনিধিরা। কাশ্মীরে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। জম্মুতে সন্দীপ সরকার। রাজস্থানের জয়সলমেরে ময়ূখঠাকুর চক্রবর্তী। পাঞ্জাবে পার্থপ্রতিম ঘোষ এবং গুজরাতের কচ্ছে আবির দত্ত।
জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে পাকিস্তানের তরফে লাগার গোলাবর্ষণে নিহত হয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলের এক সরকারি আধিকারিক। এক্স মাধ্যমে এই কথা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এই ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত, সেকথাও জানিয়েছেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও অনলাইনে ওমর আবদুল্লার সঙ্গে ওই সরকারি আধিকারিক অনলাইন মিটিং করেছেন বলেও এক্স পোস্টে উল্লেখ করেছেন জম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী। ভারত-পাকিস্তান উদ্বেগের মাঝে বিগত কয়েক সপ্তাহ ধরেই অশান্ত হয়ে রয়েছে সীমান্ত বরাবর এলাকা, রাজৌরি সেক্টর। পাকিস্তানের তরফে অবাধে চলছে গুলিবৃষ্টি এবং গোলাবারুদ বর্ষণ। নিশানা করা হচ্ছে, সাধারণ নিরীহ নাগরিকদের।


















