Operation Sindoor: ড্রোন দিয়ে পাকিস্তানকে সামরিক সাহায্য করাই শুধু নয়, সেনাও পাঠিয়েছিল তুরস্ক
ABP Ananda Live: ড্রোন দিয়ে পাকিস্তানকে সামরিক সাহায্য করাই শুধু নয়, সেনাও পাঠিয়েছিল তুরস্ক। ভারতের অপারেশন সিঁদুরে নিহত তুরস্কের দুই সেনা আধিকারিক। পহেলগাঁওকাণ্ডের প্রত্যঘাতে ৭ মে থেকে ১০ মে পর্যন্ত অপারেশন সিঁদুর অভিযানে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। ৭মে থেকে ৮মে রাতে জম্মু কাশ্মীর থেকে রাজস্থান, গুজরাত, পাঞ্জাবে ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে লাগাতার ড্রোন হামলা চালায় পাকিস্তান।
৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার, এবার উপত্যকার অবন্তীপোরায় নিরাপত্তাবাহিনী-জঙ্গি ভয়ঙ্কর গুলির লড়াই !
উপত্যকায় ফের জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই ! জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার ঘটনা। দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় যৌথ অভিযান চালাচ্ছিল পুলিশ ও সেনা। সেইসময় উভয়পক্ষের মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই শুরু হয়। অবন্তীপোরার নাদেল ও ত্রাল এলাকায় চলে এনকাউন্টার। যৌথবাহিনীর তরফে পাল্টা জবাব দেওয়া হচ্ছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। গত ৪৮ ঘণ্টায় এটা দ্বিতীয় এনকাউন্টার।
সন্ত্রাসবাদের কোমর ভাঙতে 'অপারেশন সিঁদুরের' মধ্য়েই দিন দু'য়েক আগে কাশ্মীরে সেনা অভিযানে খতম হয় লস্কর-ই-তৈবা ও তার শাখা সংগঠন দ্য় রেজিস্ট্য়ান্স ফ্রন্টের ৩ জঙ্গি...। উদ্ধার হয় প্রচুর অস্ত্র। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি হলেও, লড়াই শেষ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, "ঘরে (পাকিস্তানে) ঢুকে মারব আমরা, বাঁচার কোনও সুযোগই দেব না।" এই প্রেক্ষাপটেই দক্ষিণ কাশ্মীরে 'অপারেশন কেল্লার' চালায় নিরাপত্তা বাহিনী। আর দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এই 'অপারেশন কেল্লার'-এই লস্কর ও তার শাখা সংগঠনের ৩ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা।


















