Parliament Chaos: সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করতেই ধুন্ধুমার পরিস্থিতি | ABP Ananda LIve
ABP Ananda Live: অমিত শাহ সংসদে যে সংবিধান সংশোধনী বিল পেশ করলেন, তা নিয়ে এখন উত্তাল রাজনীতি। বিরোধীদের অভিযোগ, এই বিলের উদ্দেশ্য় বিরোধীদের ভয় দেখানো। রাহুল গান্ধী বলেছেন , "আমরা মধ্য়যুগে ফিরে যাচ্ছি, যখন রাজার ইচ্ছা হলেই তিনি যে কোনও কাউকে সরিয়ে দিতে পারতেন। আপনাকে দেখতে ভাল না লাগলেই, তিনি ED-কে বলবেন আপনার বিরুদ্ধে মামলা করতে আর তারপর গণতান্ত্রিকভাবে নির্বাচিত ব্য়াক্তিকে ৩০ দিনের মধ্য়ে উধাও করে দেবেন!" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করছেন, এই বিল পেশের নেপথ্য়ে তাঁদের উদ্দেশ্য় হল জনজীবনে নৈতিকতার মান যেভাবে পড়ে যাচ্ছে, তা ঊর্ধ্বমুখী করা এবং রাজনীতিতে শুদ্ধতা আনা। অমিত শাহ বিল পেশ করার পরই গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন অমিত শাহর গ্রেফতারির প্রসঙ্গ তোলে কংগ্রেস। কে সি বেণুগোপাল বলেন, "আমি কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা প্রশ্ন করতে পারি, যখন তিনি গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তখন তাঁর নৈতিকতা ছিল না?" পাল্টা জবাবে অমিত শাহ বলেন, "আমি পরিষ্কার করে দিতে চাই, আমার বিরুদ্ধে যখন মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছিল, গ্রেফতার হওয়ার আগে আমি নৈতিকতাকে মূল্য দিয়ে ইস্তফা দিয়েছিলাম। তারপর যতদিন না পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয়েছি, ততদিন কোনও সাংবিধানিক পদ গ্রহণ করিনি। আমরা এরকম নির্লজ্জ হতে পারি না যে, আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও সাংবিধানিক পদে থেকে যাব।" এই বিল নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা কী বলছেন? তা জানতে আমরা কথা বলেছি কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্য়ায় এবং প্রাক্তন IAS অফিসার জহর সরকারের সঙ্গে।


















