(Source: ECI/ABP News/ABP Majha)
Parliament New Session: গতকাল শপথগ্রহণ, আজই পিএমও পৌঁছে কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী | ABP Ananda LIVE
১৮ জুন থেকে শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন। ১৮ এবং ১৯ জুন হতে পারে নতুন সাংসদদের শপথগ্রহণ। ২০ জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা। ২১ জুন দুই কক্ষের যৌথ অধিবেশন, ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু। গতকাল শপথ নেওয়ার পর আজ সকালেই পিএমও-তে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদি। কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী, প্রথম সই কিষাণ নিধি ফাইলে। ২০ হাজার কোটি টাকা খরচ করা হবে এই খাতে। আজ নতুন মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা। আজই মন্ত্রক বণ্টন হতে পারে নতুন মন্ত্রীদের।
আগামী ১০ জুলাই রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচন হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় বিশ্বজিৎ দাস ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে। বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুতে খালি হয়েছে মানিকতলা কেন্দ্রটি। উপ নির্বাচনের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে আগামী ১৪ জুন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুন। উপনির্বাচনের ফল ঘোষণা হবে ১৩ জুলাই।