Narendra Modi:পহেলগাঁওয়ে হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে', হুঙ্কার প্রধানমন্ত্রীর
ABP Ananda Live: পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধন, ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর । নাম না করে ফের পাকিস্তানকে হুঁশিয়ারি নরেন্দ্র মোদির। 'পহেলগাঁওয়ে হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে'। 'জঙ্গি হামলায় নিহতের পরিবার বিচার পাবেই'। 'পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ক্ষোভে ফুঁসছে দেশ'। 'এই হামলা সন্ত্রাসে প্রশ্রয়দাতাদের হতাশার বহিঃপ্রকাশ'।
'কাশ্মীরে যখন শান্তি ফিরেছে, ঠিক তখনই হামলা'। 'সন্ত্রাসবাদীরা কাশ্মীরকে ধ্বংস করতে চায়'। 'সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্ব আমাদের পাশে আছে'।
নির্লজ্জ পাকিস্তানের মুখে পরমাণু-হুমকি, 'ভারতের ক্ষমতা নিয়ে কোনও ধারণা নেই', স্পষ্ট বললেন প্রাক্তন সেনাকর্তা
পহেলগাঁও হামলার পর কাশ্মীরে সন্ত্রাসদমন অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। চলছে তল্লাশি। বিভিন্ন জায়গায় সেনা-জঙ্গি এনকাউন্টারও চলছে।পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার ঘটনায় কড়া ব্যবস্থা না নিয়ে হুমকি নির্লজ্জ পাকিস্তানের রেলমন্ত্রীর। গলা কাটার হুমকির পর এবার নির্লজ্জ পাকিস্তানের মুখে পরমাণু-হুমকি। 'জল বন্ধ করলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত। পাকিস্তানের কাছে ১৩০টি পারমাণবিক অস্ত্র আছে, সেগুলি মডেল বানানোর জন্য রাখা হয়নি। ভারত জানেই না পাকিস্তানের কোথায় পরমাণু অস্ত্র লুকোনো আছে।' সিন্ধু চুক্তি স্থগিতের পর হুমকি সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের।



















