Hirak Rajar Drabar: কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার | ABP Ananda LIVE
UGC NET: এবার এনডিএ শাসিত বিহারে সিবিআইয়ের(CBI) ওপর হামলা। ইউজিসি নেটের (UGC Net) প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় হামলা। সিবিআইকে ঘিরে ধরে হামলা ২০০-৩০০ জনের। বিহারের নাবাদায় সিবিআইয়ের ওপর হামলা। দুর্নীতি ঢাকতে বার বার এজেন্সির ওপর হামলা? সিবিআইয়ের ওপর হামলা, গ্রেফতার ৪। এবার এনডিএ শাসিত বিহারে সিবিআইয়ের ওপর হামলা। ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় হামলা। সিবিআইকে ঘিরে ধরে হামলা ২০০-৩০০ জনের। বিহারের নাবাদায় সিবিআইয়ের ওপর হামলা। দুর্নীতি ঢাকতে বার বার এজেন্সির ওপর হামলা? সিবিআইয়ের ওপর হামলা, গ্রেফতার ৪। স্থানীয় সূত্রে খবর, তদন্তকারীরা সিভিল ড্রেসে আসায় গ্রামবাসীদের সন্দেহ হয়েছিল, এঁরা অপরাধী নন তো? অর্থাৎ পুলিশের সঙ্গে যাঁরা এসেছেন, তাঁরা যে সিবিআই সে কথা গ্রামের মানুষ জন স্বীকার করতে চাননি। অনেকে মনে করেছিলেন, এঁরা নকল পুলিশ। যদিও তদন্তকারীদের সঙ্গে স্থানীয় পুলিশ আধিকারিকরাও ছিলেন। তার পরও কী ভাবে এই সন্দেহ হল গ্রামবাসীদের? প্রাথমিক ভাবে তাই আজকের ঘটনা ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে। মুহূর্তের মধ্যে সেখানে ২০০-৩০০ লোক জড়ো হয়ে যায়। ABP Ananda Live